সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। আপনাদের চরম আত্মত্যাগ এবং অদম্য দূঃসাহসিকতার বিনিময়ে আমরা আজ স্বাধীন জাতি। মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবিস্মরণীয় অবদান জাতি কখনও ভুলবে না। আবেগতাড়িত কন্ঠে তিনি বলেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার অমর রূপকার, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, স্বচ্ছলতা আর মর্যাদা রক্ষায় একের পর এক প্রশংসনীয় কর্মসূচি হাতে নিচ্ছে। যা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তখন আমি নিজে আত্মতৃপ্তি লাভ করি। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছেন। এগুলো গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন।
গতকাল (৭ জুলাই) বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দেয়া উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটিচাঁন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আখলাছ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জুমান আহমদ।
পরে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা মঞ্চ থেকে নেমে নিজ হাতে অতিথি আসনে বসা বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রীর প্যাকেটগুলো তুলে দেন।
বীর মুক্তিযোদ্ধারা উপহারের প্যাকেটগুলো পেয়ে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। ###
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D