ছাতকে তিনদিনের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

ছাতকে তিনদিনের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

অলিউর রহমান:   ছাতকের পৌর শহরের বাগবাড়ি এলাকায় ছেলের মৃত্যুর তিন দিন পর মারা গেলেন পিতাও দাফন সম্পন্ন। একই পরিবারে পর পর দু’টি মৃত্যু ঘটনায় শোকাহত উপজেলাবাসী। তিনদিনের ব্যবধানে দু’জন সদস্যকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েছে এ পরিবার।

জানা যায়, পৌর শহরের ৬নং ওয়ার্ডের তেরা মিয়া চৌধুরীর ছেলে করোনায় আক্রান্ত হয়ে ১০ জুলাই সিলেট নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে মারা যান শাহিন আহমদ চৌধুরি (৪৭)। তিনি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ছাড়াও বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ছিলেন। হাসপাতাল সূত্র অনুযায়ী তিনি হার্টের সমস্যার পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এদিকে শাহিন চৌধুরীর মৃত্যুর তিন দিন পর সোমবার বেলা সাড়ে ৩টায় নিজ বাবভবনে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন পিতা তেরা মিয়া চৌধুরী। তিনি পৌর শহরের একজন প্রবীন মুরব্বি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত ১০টায় বাগবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামায শেষে তাকে পঞ্চায়েত কবর স্থানে দাফন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ