সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২২
জাকারিয়া হোসেন জোসেফ ঃ
সুনামগঞ্জের দিরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার শ্যামারচর বাজারে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন দিরাই থানা পুলিশের একটি দল।
অভিযানকালে শ্যামারচর বাজারের সজল স্টোরকে ৫ হাজার,শান্ত স্টোরকে ৫ হাজার,আল আমিন স্টোর ৫ হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সুনামগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান,সাম্প্রতি জ্বালানি তেলের মূল্য যেন কেউ অতিরিক্ত না নিতে পারে অংশ হিসেবে শ্যামারচর বাজারে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D