সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২
দিরাই প্রতিনিধি :: সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার চন্ডিপুর গ্রামের বসতবাড়ি ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন গ্রামেরই যুক্তরাজ্য প্রবাসীরা। সেখানে বসবাসরত চন্ডিপুর গ্রামবাসীর সংগঠন চন্ডিপুর সাপোর্ট গ্রুপ এ অর্থ সহায়তা দিয়েছে। রোববার সকাল ৯টায় গ্রামের মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ কাজের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বন্যায় গ্রামের অধিক ক্ষতিগ্রস্ত ৫০ জনকে ৫ হাজার করে ও আবেদনকারী আরও ১শ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রামের মুরুব্বি আলতাব উদ্দিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ছাদ উদ্দিন মিয়া, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, শফিক মিয়া, মুহতামিম মাওলানা নুরুদ্দিন আহমদ, চন্ডিপুর সাপোর্ট গ্রুপের এডমিন শফিকুল ইসলাম, শাহিদুল ইসলাম নজরুল, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, আশরাফ আহমদ, মাওলানা শরীফ উদ্দিন, বিএনপি নেতা কয়ছর মিয়া, মাওলানা নোমান আহমদ, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, জাকারিয়া হোসেন জুসেফ, উজ্জ্বল মিয়া প্রমুখ।
জানা যায়, গত ১৭ জুন সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় চন্ডিপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গ্রামের মানুষের বিপদে পাশে দাঁড়াতে যুক্তরাজ্যে বসবাসরত চন্ডিপুর গ্রামবাসীর সমন্বয়ে তাৎক্ষণিক গঠন করা হয় চন্ডিপুর সাপোর্ট গ্রুপ। গ্রামের স্কুল ও মাদ্রাসায় আশ্রয় নেয়া ৩শতাধিক বানভাসি মানুষকে ২০ জুন থেকে ১জুলাই পর্যন্ত গ্রুপের অর্থায়নে রান্না করা খাবার সরবরাহ ও রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। বন্যায় গ্রামের নিম্ন আয়ের মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য শনিবার সকালে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D