জগন্নাথপুর এর তরুণ বাউল শিল্পী “লেচু” আর নেই

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

জগন্নাথপুর এর তরুণ বাউল শিল্পী “লেচু” আর নেই

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথপুর এর তরুণ বাউল শিল্পী মোঃ লেচু সরকার (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নামাজে জানাজা শেষে মরহুম এর মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রাম নিবাসী তরুণ বাউল শিল্পী মোঃ লেচু সরকার (৩৩) বিগত ৯ ই আগষ্ট সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১০ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল ১৯ শে আগষ্ট দিবাগত রাত সাড়ে বারো ঘটিকার সময় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর অকাল মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। আজ ২০ শে আগষ্ট বাদ আছর লেচু সরকার এর মরদেহ বাড়ীতে এসে পৌছলে সংগীত প্রেমী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাকে একনজর দেখার জন্য বাড়ীতে ভীড় জমান। এবং সন্ধ্যালগ্নে প্রয়াত তরুণ বাউল শিল্পী মোঃ লেচু সরকার (৩৩)এর নামাজে জানাজা শেষে মরদেহ নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ