২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

২০০৪ সালের রক্তাক্ত গ্রেনেড হামলার প্রতিবাদে ও আহত- নিহতদের স্বরণে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ও বর্বরোচিত এই গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ অন্যান্য আহত ও বেচে থাকা নেতৃবৃন্দের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে আজ রবিবার উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক সুজিত কুমার রায় প সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী মোঃ আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূ্ঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, আশারকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস ছত্তার, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগ এর সভাপতি মোঃ আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ ও পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ প্রমূখ।
এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ