দিরাইয়ে জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও অর্থ বিতরণ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

দিরাইয়ে জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও অর্থ বিতরণ

জাকারিয়া হোসেন জোসেফ ঃ

আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন,জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন বলেই আজ অনলাইন ভিত্তিক নানা প্লাটফর্ম গড়ে উঠেছে। সমাজের উন্নয়নে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন কাজ করছে। করোনার সময় লকডাউন চলাকালে কেবলমাত্র অনলাইনেই সকল মিটিং হয়েছে। গণভবনে থেকে অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন। যুবসমাজকে অনলাইনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের জন্যে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার নাচনী বাজারে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উদ্যোগে আয়োজিত কুলঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকার প্রবীণ ব্যক্তিত্ব হাজী রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট ল’কলেজের সাবেক ভিপি ও সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফারজানা আহমদ মিসবাহ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও তাড়ল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একরার হোসেন। এছাড়াও নবনির্বাচিত সদস্য-সদস্যাদের পক্ষে
৫নং ওয়ার্ড সদস্য মাহবুব চৌধুরী ও মহিলা সদস্য মিনা আক্তার বক্তব্য দেন। সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম মান্না ও সাবের হুসেন বিজয়ের পরিচালনায় এতে অন্যান্যাের মধ্যে বক্তব্য দেন, মানবাধিকার কর্মী আবুল হুসেন শরিফ, জাগ্রত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক সুজন মিয়া,
কুলঞ্জ ইউনিয়ন ওনলাইন গ্রপের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য চান মিয়া চৌধুরী, গ্রপের উপদেষ্টা ওয়াছিদ হাসান, প্রতিষ্টাতা এডমিন এস এম উমেদ আলী,যুবলীগ নেতা রিপন আহমেদ। শুরুতে সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের এডমিন দিদার আহমেদ ও আখলাক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফখরুল ইসলাম আলা মিয়া, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মঞ্জুর আলম চৌধুরী,২নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াদুদ খান তালুকদার, ৩নং ওয়ার্ড সদস্য শানুর মিয়া,৪নং ওয়ার্ড সদস্য শামিম আহমদ, ৬নং ওয়ার্ড সদস্য সুফি মিয়া,৭নং ওয়ার্ড সদস্য আব্দুল আলী, ৮নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম,৯নং ওয়ার্ড সদস্য ইলিয়াস মিয়া,১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা ফরিদা আক্তার(সেবুল), ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মিনা রানী দাসসহ সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন,মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তালেব উদ্দিন অকাতরে তাঁর জীবন বিলিয়ে দিয়ে গেছেন। শহীদ তালেবের সহোদর এডভোকেট শামসুল দিরাই-শাল্লার মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন। আগামী দিনেও এখানকার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে চেয়ারম্যান একরার হোসেন এ আয়োজনের জন্য কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমাদের এলাকার সন্তান এডভোকেট শামসুল ইসলামের সহযোগিতায় ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের একটি টেলিফোনের কারনেই হাতিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা সম্ভব হয়েছে।কুলঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে রাজনগর জামে মসজিদের পুনঃনির্মাণের জন্য ৩ লাখ টাকা ও সদ্য প্রয়াত মেধাবী ছাত্রী তানিয়া সুলতানার পিতার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ