জৈন্তাপুরে ডালিমের উদ্যোগে শোকসভা! সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন ১৭ পরগনার শান্তির প্রতীক….. আখলাকুল আম্বিয়া

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

জৈন্তাপুরে ডালিমের উদ্যোগে শোকসভা! সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন ১৭ পরগনার শান্তির প্রতীক….. আখলাকুল আম্বিয়া

সুহেল আহমদঃ

১৭ পরগনার সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন বৃহত্তর জৈন্তিয়ার মাটি ও মানুষের প্রাণের মানুষ।তিনি আজীবন মানুষের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি মাবুদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা তাঁকে বিদায় দেইনি! মানবতাবাদী এই মানুষের মৃত্যুতে সিলেট জুড়ে শোকের মাতম। তাঁর এ মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে তা আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারবে না। সিরাজ উদ্দিন আহমেদ তাঁর কর্মের মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ের গহীনে আবদ্ধ থাকবেন।পরকালে তিনি শান্তিতে থাকার আকুতি জানায় লাখো লাখো আপনজনরা। গতকাল শনিবার জৈন্তাপুরের সারিঘাট বাজারে শোকে মাতম হাজারো জনতার উপস্থিতিতে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে আখলাকুল আম্বিয়া একথা গুলো বলেন।এসময় এলাকায় ফের শোকের ছায়া নেমে আসে! জাতীয় পার্টি ও এলাকাবাসীর পক্ষে সাংবাদিক মুজিবুর রহমান ডালিম আয়োজিত এ শোকসভা পরিচালনা করেন সাংবাদিক সুহেল আহমদ।শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাপার কেন্দ্রিয় নেতা বশির উদ্দিন, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বি মাষ্টার আতাউর রহমান, বক্তব্য রাখেন পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা গোলাম মোস্তফা, গোয়াইনঘাট উপজেলা জাপা যুগ্ম আহবায়ক সুলেমান আহমদ,জাপা নেতা সালেহ আহমদ, সমাজসেবী ও আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী, জাতীয় তরুণ পার্টির জেলা যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, কুদরত উল্লাহ প্রমূখ। দোয়া পরিচালনা করেন সারিঘাট ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত সকলের পিতা-মাতা ও মরহুম সিরাজ উদ্দিন আহমেদর রুহের মাগফেরাত কামনা করা হয়। বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদসহ অসুস্থ সকলের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ