সিলেট বিভাগে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করলেন বেগম রওশন এরশাদ

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

সিলেট বিভাগে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করলেন বেগম রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদকঃ ২৬ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর সুপারিশ ক্রমে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেন আহবায়ক ও সংসদের বিরোধী দলের নেতা ও প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এম পি। প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইতিমধ্যে বিভাগীয় মুখপাত্র ও কমিটির সদস্য মুজিবুর রহমান ডালিমের কাছে ঢাকাস্থ গুলশান কার্যালয় থেকে উল্লেখিত কমিটি হস্তান্তর করা হয়েছে। কমিটিতে এরশাদ মুক্তি আন্দোলন ও জাপার পরিক্ষিত দায়িত্বশীলদের রাখা হয়েছে। প্রযোজনে এই কমিটির পরিসর আর ও বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামিম কে আহবায়ক ও মুহিবুল কাদির চৌধুরী পিন্টুকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়। যুগ্ম আহবায়ক পদে সিলেটের জাপার সিনিয়র নেতা আহসান হাবিব মঈন, মৌলভীবাজার জেলা জাপার সাবেক সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, দেওয়ান শামিম আফজাল, এডভোকেট আবুল হাসান, সিলেট জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদকে মনোনীত করা হয়। সম্মানিত সদস্যরা হলেন এড.আব্দুর রহমান চৌধুরী, সদস্য ও বিভাগীয় মুখোপাত্র মোঃ মুজিবুর রহমান ডালিম, সদস্য মোঃইকবাল হোসেন, সাবেক সভাপতি তাজ উদ্দিন এপলু, সদস্য ও মহিলা প্রতিনিধি শিউলি আক্তার, সদস্য এড.গিয়াস উদ্দিন চৌধুরী, এড. এটি এম মান্নান,  মোঃ দুলাল আহমদ,  আবু ডিএল রায়,  মোঃ মুরাদ আহমদ, এড. সিরাজ উদ্দিন খান,   মোঃ সেলিম আহমদ,  মোছাঃ রোজিনা আক্তার, প্যানেল চেয়ারম্যান  মোঃ সোহেল আহমদ মিন্টু, মোঃ এনামুল হোক তালুকদার, সাংবাদিক আশরাফ চৌধুরী রাজু, মোঃআব্দুল আহাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ