অসুস্থ কাতার প্রবাসী মাসুক’র চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিলো জৈন্তাপুর প্রবাসী গ্রুপ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

অসুস্থ কাতার প্রবাসী মাসুক’র চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিলো জৈন্তাপুর প্রবাসী গ্রুপ

 

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের কাতার শাখার সভাপতি মাসুক আহমদ এর চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিলো জৈন্তাপুর প্রবাসী গ্রুপ।

 

গত (২১ সেপ্টেম্বর) ব্রেইন স্ট্রোক করে কাতারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গ্রুপের কতার শাখার সভাপতি মাসুক আহমদ।

 

শুক্রবার (৭ অক্টোবর) সকালে মাসুক আহমদের পরিবারকে শান্তনা জানাতে গ্রুপ-উপনেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাসুক আহমদের বটেশ্বরস্থ বাসায় যান পরিবারের সদস্য স্ত্রী ও বড় ছেলে রিফাত ও ছোট ছেলে রাফছানের সাথে কথা বলেন তাদেরকে শান্তনা জানান নেতৃবৃন্দ।

 

 

এসময়ে গ্রুপ উপনেতা আব্দুল গফফার চৌধুরী খসরু জানান, মাসুক আহমদের চিকিৎসা ও তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ। তাঁকে দেশে ফিরিয়ে আনতে আমাদের সকল ধরনের প্রস্তুতি চলছে তিনি খুউব শীঘ্রই দেশে ফিরবেন।

 

 

তিনি আরো বলেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ আর্তমানবতার সেবায় নিয়জিত রয়েছে সহায়তা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের যে কোন প্রবাসী বিপদের সম্মুখীন হলে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ তাদের পাশে থাকবে।

 

এসময়ে উপস্থিত ছিলেন, কাতার শাখার উপদেষ্টা আতিকুর রহমান ডালিম,দেশে অবস্থানরত জামাল আহমদ, মোক্তার আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ