সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতা উন্নয়নের প্রতীক। বিশ্বনাথ পৌর এলাকার উন্নয়নের জন্য নৌকার বিজয় সুনিশ্চিত করার কোন বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে মানুষ নিজের কাঙ্খিত উন্নয়ন পাবেন। তাই আওয়ামী পরিবারের সকল সদস্যদেরকে একেক জন ফারুক হয়ে এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে নৌকায় ভোট চাইতে হবে এবং সাথে সাথে সরকারের বাস্তবায়িত উন্নয়ন তুলে ধরতে হবে।
তিনি মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমদের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার মাঝি ফারুক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আশিক আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য মনোহর হোসেন মুন্না। বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা হাজী তৌরিছ আলী ও স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোহাম্মদ আলী।
এরপূর্বে পৌরসভার ২নং ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকার মাঝি ফারুক আহমদ। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য সাজিদ আলী, ফজর আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, রায়হান আহমদ। এছাড়া মঙ্গলবার পৌরসভার ৪নং দুপুরে ও ৯নং রাতে ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে পৃথক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D