জন্মভূমি

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

জন্মভূমি

জন্মভূমি

লেখকঃসৈয়দ শাহনুর আহমেদ

 

সুন্দর তুমি ওগো রয়েছ দাঁড়িয়ে সুদৃশ্য বহতা বাহু এঁকে,
অপরূপ মালতী বিতান যেন স্রোতসীর লহরী বেঁকে।
শৈত্য দার্জিলিং এর উঁচু হিমালয় ছোঁয়া বাষ্প এসে
তোমার লাজুক তুলসী পাতায় মিহি শিশির হয়ে বসে।

 

ধ্রুব আকাশে বিকশিত গতিহীন তারার মৃদু আলোয়
আঁধার ঘন রাতে জোনাকিরা তাতে উড়ছে ভেবে নিলয়।
ঝরনার ঝলকানো অযুত বালুকণার ঐশী ঝলমল পানি,
তোমার দৃশ্যে হতবাক হয় বেবাক বিশ্ব, দীপ্ত অনুপমে জানি।

 

হিমছড়ি পাহাড় চূড়ার আঁকা সৌষ্ঠব মনোহর গিরিতট
ইনানী সাগরে সূর্যাস্তের সময় বিশ্ব ডোবার সহসা অকপট।
অপরিমিত জীবন প্রীতিময় করে তুলে দেয় মনে দোলা,
বিশ্ব সুন্দরী সতী সাধ্বী জগতের তুমি জাগতিক বেহুলা।

 

সুনিপুণ কানন বিরাজিত তোমার বুকে অটবী সুন্দরবন,
পরিচর্যাহীন তবে হয়ত লব্ধিত হবে কাঠামোগত সৃজন।
সিলেটের লাক্কাতুরা লালখাল সিলং জাফলং বিবিয়ানা,
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর শিমুল অঞ্জলির আছে নজরানা।

 

আমার স্বপ্নে তুমি হে দেশ নিখিল রূপে রূপবতী রানী,
মাটির কুঠির কাঁচা দেয়াল ছনবন বা ঢেউ টিনের ছানি।
বক আর কাক ঠোক দিবে বারান্দার সবুজ বৃক্ষ শাখায়,
গোঁফ ঠোঁটে টিয়া পাখি হাঠবে উঠোনে নীল হলুদ পায়।

 

মৃয়মান বিধাতার দানে সজ্জিত এই লীলাভূমির দেশ,
প্রিয়তম তুমি খাঁটি মা ও মাটি ওগো জন্মভূমি বাংলাদেশ।

 

কাব্য – জন্মভূমি