জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় জগন্নাথপুরে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভূলিতে পারি” এই মর্মস্পর্শী বানীকে বুকে আকড়ে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাধীন আটপাড়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে আজ সকালে এক বিশাল র‌্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়স্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম আজমল হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন এবং শিক্ষক মোঃ ইমান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম,ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ছমির উদ্দিন , প্রিয়জন ফাউন্ডেশন এর সহসাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ মুজাহিদ হোসেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ফয়জুল হক, মোঃ নজরুল ইসলাম,বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ জহিরুল ইসলাম লেবু, মোঃ কামাল হোসেন লিলু, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাইদা ও শর্মী প্রমূখ।
উপস্থিত ছিলেন, বালিকান্দী গ্রাম এর বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দাল মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ কাউসার আলম, প্রদীপ রঞ্জন দাস, আবুল কালাম মোঃ ফেরদৌস, লালু মিয়া, মোছাঃ নাজমুন্নাহার, মোঃ লালু মিয়া, বদরুদ্দোজা আলম, রনজয় দাস, তাহিদুর রহমান, পিযুষ দেবনাথ, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আকমল হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইমাম হোসেন যুবায়ের হোসেন হৃদয় ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জগন্নাথপুর প্রেসক্লাব, বিএনপি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠান এর আয়োজনে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার পাশা-পাশি র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ