জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও স্বাধীনতা দিবসের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা ও স্বাধীনতা দিবসের   প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মার্চ সোমবার উপজেলা পরিষদ হলরুমে পৃথক এসব সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা কমিটি ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জমান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার মোক্তার চৌধুরী, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাস্টার আব্দুল জলিল, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ান করিম সাব্বির।

এছাড়া সভায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র অন্যান্য সদস্য সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা অতীতের চেয়ে উন্নত ও স্বাভাবিক থাকায় পুলিশ প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়। যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা। উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ সংস্কার কাজ দ্রুত্ব বাস্তবায়ন করার আহবান জানানো হয় । সরকারী জায়গার উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, চোরাচালন রোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা। পবিত্র রমজান মাসে হাট-বাজার কার্যক্রম মনিটরিং করার উপর গুরুত্ব দেয়া হয়েছে হয়।

এদিকে সভায় ২৬ শে মার্চ মহান স্বাধীন ও জাতীয় দিবস ও ২৫ মার্চ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ