ফেঞ্চুগঞ্জে বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অফিসকক্ষ থেকে চুরিকৃত কম্পিউটার উদ্ধার এবং গ্রেফতার ৬

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

ফেঞ্চুগঞ্জে বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অফিসকক্ষ থেকে চুরিকৃত কম্পিউটার উদ্ধার এবং গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতাঃ গত ১৮/০৪/২৩ ইং দুপুর অনুমান ১৩.০০ ঘটিকা হইতে ২০/০৪/২৩ ইং বিকাল অনুমান ১৫.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় ফেঞ্চুগঞ্জ থানাধীন ০১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এর অন্তর্গত মনুরটোক সাকিনস্থ ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অফিস কক্ষ হইতে ১১ টি মনিটর, ১ টি সিপিইউ ও ০১ টি স্ক্যানার ভেন্টিলেটর ভেঙে অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায় মর্মে অদ্য ২৯/০৪/২৩ ইং তারিখে অধ্যক্ষ  বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ একখানা অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা নং-০৭, তাং- ২৯/০৪/২৩ ইং,ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড রুজু হয়।

অদ্য গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ফেঞ্চুগঞ্জ থানাধীন ফেরীঘাট নামক এলাকায় ফেন্সুগঞ্জ থানার এস আই আশরাফুল সঙ্গীয় অফিসার-ফোর্সের এবং স্হানীয় লোকজনের সহায়তায় অভিযান পরিচালনা করে
১। মোঃ ইমন আলী (২২), পিতা- মোঃ হারিস আলী, সাং- -নুরপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট,
২। শুভ দেবনাথ (২৮), পিতা- শুভাস দেবনাথ,সাং- মহদী,থানা- ছাতক,জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- নুরপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেটদেরকে গ্রেফতার করি।
গ্রেফতারকালে তারা উক্ত ঘটনার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। এছাড়া ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের নাম- ঠিকানা প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যমতে ধৃত আসামী ইমন এর বসতবাড়ি হইতে চোরাইকৃত স্ক্যানার উদ্ধার হয়। পরবর্তীতে ধৃত আসামীসহ অন্যান্য চোরাই মালামাল ও অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য ফেঞ্চুগঞ্জ থানাসহ সিলেট বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটে অভিযান পরিচালনা করিয়া চোরাই
১০ টি মনিটর, ০১ টি সিপিইউ’সহ
আসামী ৩। রায়হান আহম্মদ (২১), পিতা- এলাইছ মিয়া,সাং- ইলাশপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট,
৪। মামুনুর রশীদ (২৬), পিতা- সুরুক মিয়া,সাং- নুরপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট,
৫। আলী আহমদ (৩০), পিতা- আঃ খালিক, সাং- নোয়াগাও, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট,
৬। মোঃ নাইম আহম্মেদ জুবের (২৯), আজির উদ্দিন, সাং- কল্যাণপুর, থানা- শাহপরান, জেলা- এসএমপি,সিলেটদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামীরা এলাকায় পেশাচার চোর হিসেবে চিহ্নিত। এলাকায় বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই, মাদকসহ একাধিক অপরাধের সাথে জড়িত আছে বলিয়া এলাকায় জনশ্রুতি আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ