জকিগঞ্জে চোরাচালান ঠেকাতে তৎপর পুলিশ: ভারতীয় চিনির চালান জব্দ: আটক-২

প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

জকিগঞ্জে চোরাচালান ঠেকাতে তৎপর পুলিশ: ভারতীয় চিনির চালান জব্দ: আটক-২

দিনরাত সংবাদঃ

ভারত থেকে অবৈধ পথে আসা চিনি দখল করে নিচ্ছে সিলেট অঞ্চলের বাজার। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রতিটি থানার ওসি-কে গুরুত্বের সহিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। সিলেটের পুলিশের এই শীর্ষ দুই কর্মকর্তার নির্দেশ পেয়ে চোরাই পথে আসা অবৈধ মালামাল বন্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জকিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন। ওসি’র নির্দেশ পেয়ে সীমান্ত দিয়ে আসা অবৈধ চোরাই মালামাল বন্ধে তৎপর হয়ে উঠেছে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় ২৫০ বস্তা (১২ হাজার ৫০০ কেজি) চিনির চালান জব্দ করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো নাটোর সদর থানার হুগলী বাড়ীর মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ ফিরোজ হোসন (৪০) ও বড়লেখা উপজেলার হাটবন্দ গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মোঃ জালাল মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী ফ্রেস কোম্পানীর মোড়কে মৌলভীবাজার যাওয়ার পথে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ জকিগঞ্জ থানাধীন ঘাটের বাজার এলাকা থেকে ট্রাকভর্তি ২৫০ বস্তা (১২ হাজার ৫০০ কেজি) চিনিসহ ২জনকে আটক করা হয়। এ চক্রটি বাংলাদেশি বস্তায় অবৈধভাবে আনায়নকৃত ভারতীয় চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ বিষয় জকিগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করেন। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই মাল বন্ধে সিলেটের মান্যবর ডিআইজি স্যার বিশেষ অভিযানের নির্দেশ প্রদান করেছেন। বিষয়টি গুরুত্বের সহিত আমাদের সিলেটের মান্যবর এসপি স্যার তদারকি করছেন। আমিও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। জকিগঞ্জ থানার সকল অফিসার ফোর্সও চোরাই মাল বন্ধে যথেষ্ট আন্তরিক। এ কারণেই ভারতীয় সীমান্ত দিয়ে আসা অবৈধ চিনির বিশাল চালান আটক করা সম্ভব হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ ক্ষেত্রে ওসি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ