সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
ষ্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি নবীগঞ্জ পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক অমর দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জুয়েল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সহ-সভাপতি শহিদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টি নেতা হাজী সামছু মিয়া,আব্দুল আহাদ।এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাজুল আহমদ মাসুম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম,
নবীগঞ্জ সদর ইউপি জাতীয় পার্টির মর্তুজ আহমদ, পৌর জাতীয় পার্টি নেতা অজুদ মিয়া,সমছু মিয়া,শীতেশ সরকার, প্রসাদ দাশ প্রমূখ। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে অমর দাশ গুপ্তকে সভাপতি ও মোঃ জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ। সভায় বক্তাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ’র নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D