সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষীপুর ইউনিয়ন আওয়ামিলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বাংলা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ এর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের কোন বিকল্প নেই। বিএনপি জামাত নির্বাচন বানচাল করার লক্ষ্যে দেশ বিদেশী ষড়যন্ত্র এবং সারাদেশে আগুন সন্ত্রাস করে যাচ্ছে। এসব আগুন সন্ত্রাস প্রতিহত করতে আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম,জেলাস্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকবুল আহমদ, উপজেলা আওয়ামিলীগ নেতা তারেক আহমদ, উপজেলা যুবলীগ নেতা ছাদিকুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল আহমদ মিন্টু, লক্ষীপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী, ইউপি সদস্য ফারুক আহমদ, ইউপি সদস্য শুকুর আলী, ইউপি সদস্য মনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য শরিফ উল্লা, গোলাম মুস্তফা, আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, মোফাজ্জল হাসান, শুকুরআলী, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, হেলাল মিয়া, রিপন মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D