সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মাদ্রাসা পাড়া নিবাসী শফিকুল ইসলামের সূযোগ্য সন্তান সৌদি আরব প্রবাসী মো:শামছুল হক ও নুরুল হক এর অর্থায়নে উপজেলার কলাউড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ও শুক্রবার (১৭ নভেম্বর )দুইদিন ব্যাপী কলাউড়া পশ্চিম পাড়া জামে মসজিদের তৃতীয় তলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় ২৪ জন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
সেখানে ‘ইয়েস কার্ড’ পেয়েছে ১০ জন। প্রথম স্থান অধিকার করেন মারকাজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মো: হাবিবুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন কলাউড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো:মাহদীহাসান, তৃতীয় স্থান অধিকার করেন কলাউড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কামিল আহমদ। তাদেরকে আনুষ্ঠানিক পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাছিমিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কালিম উল্ল্যাহ এর সভাপতিত্বে মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শাহীন আলমের যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাছিমিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ওয়ারিছ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, হাজী বশির উল্ল্যাহ, খোরশেদ আলম, আমির হোসেন মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, জুবায়ের হোসেন মজুমদার, মনু মিয়া , মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, আবুল কালাম, সাদেক মাষ্টার প্রমুখ।
প্রতিযোগিতায় ২৪ জন প্রতিযোগীর অংশগ্রহনে হাফিজ মো:আতিকুর রহমান, হাফেজ মো:রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবু সাইদ,ও হাফেজ মো:গোলাম মোস্তফা বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D