জগন্নাথপুর এর মোহাম্মদগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

জগন্নাথপুর এর মোহাম্মদগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ-জগন্নাথপুর এর মোহাম্মদগঞ্জ বাজার বণিক সমিতির একমাত্র সাধারন সম্পাদক পদের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন এর তফসিল চলতি ২০২৩ সালের চলমান নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রুকন উদ্দিন সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সালাতুর রহমান সালাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এবং ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনের শুধুমাত্র সাধারন সম্পাদক পদে ২১ শে নভেম্বর রোজ মঙ্গলবার ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহণ এর মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮ ঘটিকা হতে শুরু হয়ে দুপুর ২ ঘটিকার সময় ভোট গ্রহণ সমাপ্ত হয়। নির্বাচন চলাকালীন সময়ে ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। উক্ত নির্বাচনে ছাতা প্রতীকে ৫১ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে মোঃ আলী হোসেন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক এর প্রার্থী মোঃ খোকন মিয়া ৪১ ভোট পেয়েছেন। মোট ভোটার ৯৪ জন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম ভোটের ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন এর দায়িত্বরত প্রিসাইডিং অফিসার কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম, পোলিং অফিসার কলকলিয়া ইউনিয়ন এর কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, মোহাম্মদগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জুলফিকার আলী, সদস্য ইউনূছ মিয়া, আজাদ মিয়া তালুকদার, আব্দুল মালিক, সিদ্দিকুর রহমান তালুকদার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লিয়াকত হোসেন অমৃত, আছাদুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুল হক, মসিক আহমদ, সাদিক আলম, কামরুজ্জামান, মকবুল হোসেন, আব্দুল কাহার, জগন্নাথপুর থানার এএসআই ফখরুদ্দিন, পুলিশ কনস্টেবল আহসানুল ইসলাম, গ্রাম পুলিশ বাজার এর মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম বলেন, সুষ্ঠু -সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী বৃন্দ নির্বাচনী ফলাফল সাদরে মেনে নিয়েছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনে কর্তব্যরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ কর্মকর্তা -সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সকল এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ