সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০
ছাতক প্রতিনিধি
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে শিশুসহ ২০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ১জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মির্জাপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র আঙ্গুর মিয়া ও একই গ্রামের রমজান আলীর পুত্র রুবেল মিয়ার মধ্যে একটি মোবাইল ফোন ক্রয়-বিক্রয় নিয়ে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি সালিশ-বৈঠকের মাধ্যমে নিস্পত্তিরও চেষ্টা করছিলেন স্থানীয় গণ্যমান্যরা।
শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের মসজিদের রাস্তায় উভয় পক্ষের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয়-অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মনফর আলী (৪৫) কে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সুহেল আহমদ (৩১), আলী হোসেন (৩২), আক্তার হোসেন (২৫), রুবেল মিয়া (১০), মাহবুব (১৪), আনসার আলী (২০), আক্তার আলী (১৮), সৌকুম আলী (৬০), দেরোয়ার (২০) সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল সংঘর্ষের কথা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D