সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
বিশ্বম্ভরপুর (প্রতিনিধি) সুনামগঞ্জ,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসয়িশেন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে আয়োজিত ‘৭ম পুসাব বৃত্তি পরীক্ষা-২০২৪’-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
৩১শে জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় পুসাবের অফিসিয়াল ফেসবুক পেইজে (www.facebook.com/info.pusab) এ ফল প্রকাশ করা হয়।
দশম শ্রেণিতে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ইকরা হক, নবম শ্রেণিতে সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা শওকত ও অষ্টম শ্রেণিতে কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়ের নাবিলা তাসনি
পরীক্ষার ফলাফলে প্রতিটি শ্রেণি থেকে ৩ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডে নির্বাচিত হয়েছে। মোট ৩০ জন শিক্ষার্থী এ বছর বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:
দশম শ্রেণি: ট্যালেন্টপুল: ১. ইকরা হক, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ২. তায়্যিবা রহমান আঁচল, সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়, ৩. মেহজাবিন তাসনিম, কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়।
সাধারণ গ্রেড: ৪. কিশোর চৌধুরী, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৫. জান্নাতুল মীম, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৬. জেরিন তাসমিম সম্পা, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৭. নুসরাত লামিয়া, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়, ৮. অনন্যা দাশ, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৯. সেতু আক্তার, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়, ১০. শাকিবা আক্তার মায়া, রতারগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ।
নবম শ্রেণি:
ট্যালেন্টপুল: ১. মুমতাহিনা শওকত, সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়, ২. মাহফুজাতুল জান্নাহ সালওয়া, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ৩. মো. সিয়াম মাহদী, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়।
সাধারণ গ্রেড: ৪. লিখা দেবনাথ, সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়, ৫. প্রজ্ঞা রানী নাথ, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৬. মৃনাল কান্তি দেবনাথ শুভ, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৭. সেজ্যোতি রানী দেবী, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৮. প্রত্যয় ভৌমিক, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৯. নৌরিন আক্তার পুষ্প, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়, ১০. তৃষা তালুকদার, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয়।
অষ্টম শ্রেণি:
ট্যালেন্টপুল: ১. নাবিলা তাসনিম, কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়, ২. পৌষী রানী নাথ, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৩. পূর্ণা তালুকদার, সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়।
সাধারণ গ্রেড: ৪. আবু বক্কর আইমন, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, ৫. চৈতী রানী নাথ, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৬. মো. জামিল আল মাহিম, কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়, ৭. মোছা. সাদিয়া আক্তার, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ, ৮. জাবিন তাসনিম জাহিন, কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়, ৯. মো. সোলেমান, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ১০. সৌমিক দেব নাথ, পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ।
পুসাব প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবে বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা এবং স্থানীয় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
পুসাবের সভাপতি শাবিপ্রবি শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন বিজয়ীদের অভিনন্দন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন বলেন, ‘পুসাবের বৃত্তি পরীক্ষার লক্ষ্য হলো অনুজদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যোগ্য করে গড়ে তোলা যাতে তারা সহজেই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। পুসাবের বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধিত করা হবে।’
এর আগে ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয় এবং ফতেপুর মুরারীচাঁদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলার অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, পুসাব প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা এবং স্থানীয় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D