সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি:
ছাতকে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে কৃষি অধিদপ্তরের কৃষি খামার পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের ফসল, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সচিব ও কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্টেন্স (ফ্রিফ) প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফসল উইং, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা কমিশনের যুগ্ম-সচিব ফেরদৌসী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফসল অনু বিভাগ কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের পরিকল্পনা কমিশনের উপপ্রধান এবং উপ-সচিব রত্না শারমীন ঝরা, প্রকল্প পরিচালক ড.তৌফিকুর রহমান, সহকারি প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ’র) সহকারি প্রকল্প পরিচালক (মনিটারিং) শাওন মজুমদার।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ, মোজাম্মেল ভূইয়া, সাদেক আহমেদ, জসিম উদ্দিন দূর্জয়, উপ-সহকারী কর্মকর্তা (কালারুকা), দ্বায়িত্বপ্রাপ্ত জহিরুল ইসলাম, মাসরুর আহমদ, মিল্লাত হোসেন, (গোবিন্দগঞ্জ) দ্বায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঝুটন তালুকদার, লয়েস উদ্দিনসহ কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসময় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গনে ২০২৪-২০২৫ অর্থ বছরে ফ্লাড্র রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিফ) প্রকল্পের আওতায় ছয়টি কৃষক গ্রুপের মধ্যে ৭০% ভর্তুকি মূল্যে বেড প্লান্টার যন্ত্র বিতরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D