সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
ডেস্ক রিপোর্ট:
রাষ্ট্রীয় বাহিনীর মদদে নৃশংস জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
রোববার দুপুর ২টার দিকে ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করবে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংস্কার আনা প্রয়োজন হলেও বর্তমান সরকার সেটি করতে পারেনি। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া শেখ আশহাবুল ইয়ামিনকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এছাড়াও সম্প্রতি যৌথবাহিনীর হাতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা দেখেছি।
তিনি বলেন, চট্টগ্রামেও নেভি সদস্যরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপদে পালানোর সুযোগ করে দিয়েছে। যে স্পিরিট ও চেতনাকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সফল হয়েছি সেটার ব্যাঘাত ঘটতে দিতে পারি না। আমরা যতদিন বেঁচে থাকব, জুলাই ততদিন বেঁচে থাকবে। ঠিক এ কারণে আজকের কর্মসূচি আমরা ঘোষণা করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D