সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি:
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক এস কে এম আশরাফুল হোদার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হোদা।
এসময় তিনি বলেন, আমরা লন্ডনে ব্যস্ত থাকি। কিন্তু, আমাদের মন পড়ে থাকে বাংলাদেশে, এই মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে। আজ আপনারা এখানে পড়ালেখা করছেন, এখানকার শিক্ষার্থী। কাল আপনি/আপনারা এই দেশকে নেতৃত্ব দিবেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি সত্যের অনুসন্ধান না করি, তাহলে সকল ঘটনা আসবেনা, সমাজের উন্নয়ন হবে না। এজন্য আমাদেরকে অনুসন্ধান করে কাজ করতে হয়। আমরা সবসময়ই চেষ্টা করি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে।
সভাপতির বক্তব্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম বলেন, এমসি কলেজে পড়ালেখা করে আজ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এর অসংখ্য-অগণিত শিক্ষার্থী। তারা এই কলেজ থেকে শিক্ষাগ্রহণ করে আজ বিশ্বের কল্যাণে কাজ করছেন। তারা দেশের বাহিরে থাকলেও দেশকে, দেশের প্রিয় এই ক্যাম্পাসকে ভুলে যান নি। যার কারণে তারা আমাদের সবুজায়ন এই ক্যাম্পাসে আসেন। আমরা আশা করি তারা এই দ্বারা অব্যাহত রাখবেন।
এসময় তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমসি কলেজেরই সাবেক শিক্ষার্থীরা সাংবাদিকতা করে বিশ্বের কাছে সব খবর তুলে ধরছেন। আমরা আশা করবো ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দও আমাদের সংবাদ লন্ডন তথা ইউকে তে প্রকাশ করবেন।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, বাংলা বিভাগের পাঠচক্রের কামাল উদ্দিন, এমসি কলেজ রোভার স্কাউটের রিহান, সামায়ুন কবীর সহ এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, রোভার স্কাউটস ও বাংলা পাঠচক্রের সদস্যরা।
শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D