সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে সাতটি জেলার ৪৯টি উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এই উৎসবে অংশগ্রহণে দিনব্যাপী হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি)বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরর আয়োজনে উপজেলার কালনী নদীর তীরে উজানধলের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। এ-উপলক্ষ্যে পলি ব্যবস্থাপনা ও পরিবেশের প্রভাব শীর্ষক আলোচনায় সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। মুল বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান।
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক(অর্থ ও প্রশাসন)আবু সেলিম মাহমুদুল হাসান,সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। স্বাগত বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
আলোচনার পূর্বে হাওরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা,হাওরপাড়ের মানুষের জীবনমান, প্রকৃতি-পরিবেশের পরিকল্পিত উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে কথা বলেন সাত জেলার প্রতিনিধিরা।
দিনভর আলোকচিত্র প্রদর্শন,বৃক্ষরোপণ,গাছের চারা বিতরণ, হাওরাঞ্চলের মরমি সাধক ও বাউলদের জনপ্রিয় গানের পরিবেশনা ভাটির গানের আসর এবং প্রীতি ফুটবল খেলার মাধ্যমে উৎসবটি উদ্যাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D