সিলেটে আ. লীগের তিন সাবেক মন্ত্রীসহ ৭২ জনের নামে মা ম লা

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

সিলেটে আ. লীগের তিন সাবেক মন্ত্রীসহ ৭২ জনের নামে মা ম লা

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭২ জনের নাম উল্লেখ করে সিলেটে এাটি মামলা দায়ের হয়েছে।

মামলাটি করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন।

গত বুধবার (২৯ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (কোতোয়ালী সিআর ১৪৬/২৫ ইং) মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী হানিফ আহমদ জানিয়েছেন, আদালতের বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীরা সিলেট কোতোয়ালী থানাধীন বন্দর পয়েন্ট এলাকায় পৌঁছালে আসামিরা রামদা, কিরিচ, রড, বন্দুক, শর্টগান, ইট ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এতে সালাহ উদ্দিন রিমনসহ অনেকে গুরুতর আহত হন।

২৩ জুলাই আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদের মারপিট করে বের করে দেন বলে অভিযোগ করা হয়। পরে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর রিমন এজাহারভুক্ত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক তিন মন্ত্রীর পাশাপাশি আরও ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিজিত চৌধুরী, পিযুষ কান্তি দে, মতিউর রহমান, জালাল আহমদ, নাজমূল হক নজই, আব্দুল মন্নান, নুরুল ইসলাম, শাহ আলম (কফি), মাজহারুল ইসলাম জুবের, শাহীন চৌধুরী, ফরহাদ আহমদসহ অনেকে।

এছাড়া, বিশ্বনাথ থানার সরুয়ালা গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে সামরান হোসেন চৌধুরী রাজু, হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আলী আকবর এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আল জাবের আহমদ রুম্মানকেও মামলার আসামি করা হয়েছে।