সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট:
ঢাকা-যাত্রাবাড়ী-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে শিবচরের মুন্সির বাজার নামক স্থানে বাস, পিকাপ-প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোপালগঞ্জ থেকে আসা ইমাদ পরিবহন নামক একটি বাস ঘন কুয়াশার কারণে সামনে থাকা পিকআপকে ধাক্কা দেন। ধাক্কায় পিকআপ হাইওয়ে থেকে নিচে পড়ে যায়। এসময় পিকআপের ড্রাইভার ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাসের পেছনে থাকা প্রাইভেটকারটি এসে ইমাদ পরিবহনের পেছনে ধাক্কা লেগে দুমড়ে মুছডে যায়।
প্রাইভেট কারের ড্রাইভার মো. আরাফাত হোসেন বলে, ঘন কুয়াশার কারণে আমরা সামনে খুব বেশি দেখতে পাচ্ছিলাম না, আমার সামনে থাকা ইমাদ পরিবহনের বাস হঠাৎ তার সামনে থাকা পিকআপকে ধাক্কা দেয়, এতে পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়, এ সময় ইমাদ গাড়ি হঠাৎ ব্রেক করার কারণে আমার গাড়ির পেছনে ধাক্কা লাগে দুমড়ে মুছডে গেছে। এই বাসটির কারণে ঘটনাস্থলে দুজন মানুষ মারা গেল।
শওকত গাছি নামক স্থানীয় ব্যক্তি বলেন, ভোররাতে খুব ঘন কুয়াশার কারণে বড় দুর্ঘটনা ঘটছে, ঘটনাস্থলে আমরা দুজনের মৃতদেহ উদ্ধার করেছি।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়, তারা গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে একজন পিকআপের ড্রাইভার। ঘাতক বাসকে ধরা যায়নি, মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D