সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট:
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব থাকছে। প্রস্তাবিত প্রদেশগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। ১৮২ পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশন আগামী ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ পেশ করতে পারে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।
বৃহত্তর চারটি বিভাগকে চারটি প্রদেশ করার প্রস্তাবের যৌক্তিকতার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, বর্তমানে রাজধানীতে যে পরিমাণ লোক বসবাস করছে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। রাজধানী দিন দিন বসবাসের উপযোগিতা হারাচ্ছে। রাজধানীর ওপর থেকে চাপ কমার বিষয়গুলো উল্লেখ করে সংস্কার কমিশন এ প্রস্তাব তৈরি করেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে দেয়। ইতোমধ্যেই পাঁচটি কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সুপারিশ পেশ করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে অতিরিক্ত কিছুদিন সময় চেয়ে নিয়েছেন।
সংস্কার কমিশনের একজন সদস্য আমার দেশকে জানান, সুপারিশ তৈরি করার আগে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লিখিত মতামত ও সুপারিশ নিয়েছি। সবার প্রস্তাবে দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও যুগোপযোগী করার প্রস্তাব এসেছে। আমরা সব প্রস্তাবই পর্যালোচনা করে সুপারিশ তৈরি করেছি। এতে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার বিষয়ে সুপারিশ থাকছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হবে। সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D