স্বাস্থ্যবিধি অমান্য করায় মৌলভীবাজারে ৬৫ মামলা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

স্বাস্থ্যবিধি অমান্য করায় মৌলভীবাজারে  ৬৫ মামলা
মোতাহার হোসেন ঃমৌলভীবাজারে করোনাভাইরাসের ভয়াবহতা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার কারণে ৬৫ মামলা দায়ের করে ৩৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) মৌলভীবাজার শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্টানে জেলা প্রশাসনের ৯ টি টিম এ অভিযান পরিচালনা করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস জানান, মূলত মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক না পরাসহ নানা কারণে ৬৫ টি দায়ের করা হয়েছে। করোনাভাইরাস দুর্যোগে সচেতনতার পাশাপাশি এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ