সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
ডেস্ক রিপোর্ট:
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “legacy revived – (a new chapter)” শিরোনামে আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কনসার্ট অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে হবে এই কনসার্ট।
কনসার্টের টাইটেল স্পন্সর Study abroad with MACES।
ওইদিন বিকাল ৩টা থেকে শুরু হওয়া কনসার্টে থাকছে দেশের সুনামধন্য দুটি ব্যান্ড ভাইকিংস, বাগধারা এবং হোস্টিং বাই এ.কে. রাহুল (Vikings, Bagdhara & A.K. Rahul)। সঙ্গে ফ্লেইমস মিউজিক্যাল ক্লাবের নিজস্ব পরিবেশনাও থাকছে।
কনসার্টটি যে কেউ উপভোগ করতে পারবেন। এজন্য টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিকিটের প্রাপ্তিস্থানগুলো হচ্ছে- Shonar bangla restaurant (সাস্ট গেইট), Reck breaker (কুমারপাড়া), Heavy metal T-shirt (জিন্দাবাজার), Ice-Bank (হাট-উপশহর), Cupstory premium (নয়াসড়ক), Chatbuzz (টিলাগড়), Maces Arcadia (আম্বরখানা) ও Optical Bazar (রিকাবীবাজার)।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D