সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুনিয়া আক্তার (১৫)নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বসন্তপুর গ্রামে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুনিয়া আক্তার উপজেলার মান্নারগাও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো:মুজিবুর রহমানের মেয়ে। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সুনিয়া আক্তারের পিতা মাতা দুপুর ১২ টার দিকে বসত ঘর মেরামতের জন্য বাড়ির পাশে হাওড়ে মাটি আনতে যায়,বাড়িতে কেউ না থাকায় খালি বাড়িতে বসত ঘরের বাশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D