সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৭কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৭কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে

স্টাফ রিপোর্টার:

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বিশাল চালান জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীকে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এসময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করে।

তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে সাড়ে ১৭কেজি স্বর্ণ পাওয়া যায় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।