স্বৈ*রা*চারীনী হাসি*না কর্তৃক অযৌ*ক্তিক বক্তব্যের প্রতি*বা*দে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বি*ক্ষো*ভ মিছিল

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

স্বৈ*রা*চারীনী হাসি*না কর্তৃক অযৌ*ক্তিক বক্তব্যের প্রতি*বা*দে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বি*ক্ষো*ভ মিছিল

সিলেট প্রতিনিধি:

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপুর সভাপতিত্বে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোঃ সাকিব ও জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কায়ছান মাহমুদ সুমন, এছাড়াও আরো উপস্তিত ছিলেনজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আব্দুল জলিল, মোঃ রমজান, হুমায়ুন রশিদ, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মোঃ রব্বানী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য প্রিন্স খান, আদিব ওবায়েক হক, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, মহানগর ছাত্রদল নেতা আতিকুল ইসলাম তওসিফ,রাব্বি হোসাইন,শহিদুল ইসলাম রায়হান,ফাহিম আহমেদ,রাইয়ান খান,মিনহাজ আহমেদ তাহমিদ,আবিদ খান, হুমায়ুন কবির আকাশ,
মুফতি আসেফ, রাহাত লিওন প্রমূখ।