জাপান কিনছে ১০৫টি অত্যাধুনিক যুদ্ধ বিমান

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

জাপান কিনছে ১০৫টি অত্যাধুনিক যুদ্ধ বিমান

দিনরাত  সংবাদঃঃ আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ১০৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাপান। এফ-৩৫ সহ ২৩১১ কোটি ডলার মূল্যের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাপান। বৃহস্পতিবার জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান আরো ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ও ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উত্পাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি সম্ভাব্য এই অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দরকষাকষির ভিত্তিতে যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

সূত্র: এএফপি