সড়ক দুর্ঘটনায় নিহত ছাতকের ৩ শিক্ষার্থী স্মরণে আলোচনা-শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত ছাতকের ৩ শিক্ষার্থী স্মরণে আলোচনা-শোক সভা ও দোয়া মাহফিল

সেলিম মাহবুব,ছাতকঃ

সড়ক দুর্ঘটনায় নিহত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী সৈয়দ মহান, মাহি এবং সায়েম আহমদ স্বরণে আলোচনা-শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের তৃতীয় তলার হলরুমে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক আলোচনা-শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা-শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, সাবেক শিক্ষক দীলিপ চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন,মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম,নিহত সৈয়দ মহান”র পিতা সৈয়দ জুনেদ আহমেদ, নিহত মাহি”র পিতা হাজী জামিল আহমদ, নিহত সায়েম আহমদের পিতা আব্দুর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল আজিজ মেহেদী, রাব্বি আহমদ, আবু তালহা রিয়াদ। দোয়া মাহফিল পরিচালনা করেছেন ছাতক বাস ষ্ট্যান্ড জামে মসজিদের ঈমাম আলহাজ্ব ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন। শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আনজুমান আরা লায়লা, ললিতা বেগম, সুমি রাণী চৌহান, সাবিকুন্নাহার, সাংবাদিক আমির আলী, সেলিম মাহবুব, তানভীর আলম জাকির, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাওরাত হোসেন, ফারহান আহমদ, অর্পণ, বাহার উদ্দিন, দ্বীপ, সায়মন আহমেদ, সাদি, রিহাদসহ বিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।