ছাতক সরকারি বহুমুখী হাইস্কুলে এসএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

ছাতক সরকারি বহুমুখী হাইস্কুলে এসএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকের প্রাচীণতম বিদ্যাপীঠ ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের আয়োজনে হল রুমে বুধবার বিকেলে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা জাকির হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ, ছাত্রদের মধ্যে দোয়া চেয়ে বক্তব্য রাখেন এসএসসি পরিক্ষার্থী হাসান রাসেদ, ইফতেখার হোসেন ইসমাম, এসময় উপস্থিত ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সৈয়দ মখলিছুর রহমান মুকুল, মিসবাহ উদ্দিন, শামসুদ্দিন মিয়া, গোলাম কিবরিয়া আজাদ, হাজী আব্দুল গাফফার, কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এ.এইচ.এম কামাল উদ্দিন, গনেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনী, ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, সহকারী শিক্ষক আব্দুল মুকিত, মনিরুজ্জামান খাঁন, আবুল কালাম আজাদ, সাবিকুন নাহার, ললিতা বেগম, আঞ্জুমান আরা লায়লা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ নাজমুল হোসেন, দোয়া পরিচালনা করেন ছাতক কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আলহাজ্ব কারী গিয়াস উদ্দিন।