ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের কাছে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল ১৪-এর এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের শর্ত মানতে তিনি রাজি কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু জবাব দেন, ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, তিনি এমন কোনো চুক্তি করবেন না যা।’
তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘সৌদিরা সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে।