সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফি লি স্তি ন রাষ্ট্র গঠন করুক: নেতানিয়াহু

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফি লি স্তি ন রাষ্ট্র গঠন করুক:  নেতানিয়াহু
 আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের কাছে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল ১৪-এর এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের শর্ত মানতে তিনি রাজি কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু জবাব দেন, ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, তিনি এমন কোনো চুক্তি করবেন না যা।’

তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘সৌদিরা সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে।

সেখানে তাদের প্রচুর জমি আছে।’তিনি বলেন, ‘৭ অক্টোবরের হামলার পর, ‘বিশেষ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার চুক্তি কোনোভাবেই নয়। এর অর্থ জানেন? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, যার নাম গাজা। হামাসের নেতৃত্বে থাকা গাজাই ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন আমরা কী পেলাম—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।

এই সাক্ষাৎকারটি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় নেওয়া হয়েছিল। সফরের শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা করেছিলেন। এ ছাড়াও উভয়েই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন।

নেতানিয়াহু বলেছিলেন, ‘আমি মনে করি ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে শান্তি সম্ভব, আমার মনে এটি দ্রুত ঘটবে।’ তবে, সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা করবে না।’

এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান, তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান ও পশ্চিম তীর অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারেন।

সূত্র: জেরুসালেম পোস্ট।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV