সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়াবাজার ফকিরটিলা এলাকার বাসিন্দা মরহুম সাজুর আলীর পুত্র জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোয়েব আহমদ পীরকে মিথ্যা ও যড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদ এবং তাকে যড়যন্ত্রমুলক মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবিতে জাউয়া বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাউয়া বাজার অডিটোরিয়ামে (ব্যবসায়ী সমিতির কার্যালয়) এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জুনাইদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, ব্যবসায়ী ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দুল মুক্তাদির আলমগীর ও ভুক্তভোগী সোয়েব আহমদ পীর। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল আলম, সুয়েবুর রহমান, আব্দুল মুকিত, সামছুল ইসলাম, ব্যবসায়ী নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম, মোঃ তহুর মিয়া, কদর মিয়া, সাহেদ আহমদ সহ জাউয়াবাজারের ব্যবসায়ী বৃন্দ। ব্যবসায়ী সোয়েব আহমদ পীর তার বক্তব্যে বলেন, রবিবার গভীর রাতে তাকে হাবিদপুর গ্রামের নানু মিয়া মোবাইল ফোনে ডেকে জাউয়াবাজারে নিয়ে আসে। এখানে ডিবি পরিচয়ে তাকে সাদা পোষাকধারীরা তুলে থানায় নিয়ে যায়। তিনি বলেছেন তার বিরুদ্ধে কোন মামলা ছিলোনা। পুলিশের দায়েরী একটি মামলায় পরদিন তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। বুধবার আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি। সোয়েব আহমদ পীরের দাবি তাকে হয়রানি করতে এলাকার একটি চক্র পুলিশের সাথে আঁতাত করে এসব যড়যন্ত্র করেছে। তিনি সকল ষড়যন্ত্রকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D