নড়াইলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১৩ সদস্য আহত

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১৩ সদস্য আহত

স্টাফ রিপোর্টার:

নড়াইলে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর ১৩ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত সেনা সদস্যরা জানান, দুটি জিপ ও তিনটি পিকআপে যশোর সেনানিবাস থেকে গোপালগঞ্জ যাচ্ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি সেনাবহর । তুলারামপুর এলাকায় পৌঁছালে পেছনে থাকা পিকআপের সঙ্গে যশোরগামী আরেকটি পিকআপের সংঘর্ষ হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল বকশি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় দুই সেনা সদস্য ও পিকআপচালককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV