সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের পল্লীতে জোনাকি (১৫) নামক এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
থানা ও স্থানীয় সুত্রে বিলম্বে প্রাপ্ত সংবাদে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইছগাঁও (পশ্চিমপাড়) গ্রাম নিবাসী জমির আলীর মেয়ে জোনাকি আক্তার (১৫) বিগত ৮ ই ফেব্রুয়ারী দুপুরের দিকে তার মাকে পাশের বাড়ী যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। কিছু সময় পর দুপুর প্রায় ১২ ঘটিকার সময় জোনাকির মা তাকে খুজতে গিয়ে দেখতে পান নিজ বাড়ীর বাথরুমের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় জোনাকির মরদেহ। জোনাকির মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জোনাকির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) রিফাত সিকদার বলেন গণমাধ্যমকে বলেন , জোনাকি (১৫) নামক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা; তবে সঠিক কারণ জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D