সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সিলেট রেঞ্জের সিলেটের জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার বিকালে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালতের (কোর্ট ) রেজিস্ট্রার জমশেদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আব্দুল মান্নানকে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলন চলাকালে হত্যামামলায় ঘটনায় দায়ের করা মামলার আসামী। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর পুর্বে আব্দুল মান্নানকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়।
শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়।
রবিবার সেখান থেকে সিলেটে আনা হয়।
বিকাল ৪টার দিকে হাজির করা হয় আদালতে। ১৫ মিনিটের মধ্যেই তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর পুর্বে চট্রগ্রাম রেঞ্জের কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D