সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
দুর্নীতির মামলায় দুদকের রঅভিযোগপত্র দাখিলের পর সাবেক সহকারি সেটেলমেন্ট অফিসার এবং সিলেট জোনের এক আপিল অফিসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার সুনামগঞ্জ সিনিয়র স্পেশার জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হেমায়েত উদ্দিন এই আদেশ দেন।
কারাগারে প্রেরণকৃত আসামির নাম মো. আব্দুল হাই আজাদ। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা।
রবিবার আদালত ও মামলা সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগ এনে ২০১৮ সালের চার মার্চ সাবেক সহকারি সেটেলমেন্ট অফিসার ও সিলেট জোনের আপীল অফিসার আব্দুল হাই আজদের উপর ২০১৮ সালে আদালতে মামলা দায়ের করা হয় হয়।
মামলার বাদী সুনামগঞ্জের তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন পীর।
আদালত মামলাটি আমলে নিয়ে যাচাই ও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেন।
দীর্ঘ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সহকারি সেটেলমেন্ট অফিসার মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদক’এর অভিযোগপত্র পেয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর অপরাধ আমলে নিয়ে আদালত ওই সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রবিবার অভিযুক্ত আসামী সেটেলমেন্ট অফিসার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্না করেন
শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র স্পেশার জজ মো. হেমায়েত উদ্দিন তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
রবিবার রাতে দুদক’এর পিপি আ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু সেটেলমেন্ট অফিসারকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D