সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সেলিম মাহবুব, ছাতকঃ
দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহম্মদ মিলন। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এখলাছুর রহমান তালুকদার। জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যানসামছুল হক নমু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খসরু, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ আহমেদ, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন কৃষকরা এ দেশের প্রাণ। আমাদেরকে বাঁচতে হলে কৃষকদের বাঁচাতে হবে। স্বৈরশাষক শেখ হাসিনা এ দেশের কৃষকদের অর্থ লুঠ করে খেয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে শুধু দেশে লুটপাট আর লুটপাট করেছে। ভোট মানুষের গনতান্ত্রিক অধিকার এ অধিকার কেড়ে নিয়েছিলো ফ্যাসিবাদীরা।দেশের সম্পদ বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তার পোষ্যরা। অবৈধ ক্ষমতার লোভে ১৭ বছর ধরে দেশের মানুষ, সেনাবাহিনী, রাজনৈতিক নেতাকর্মী,আলেম-ওলামাদের হত্যা -গুম ও নির্যাতন করেছে। কৃষক সমাবেশ মান্নানগাঁও ইউনিয়ন কৃষকদল, উপজেলা কৃষকদল ও বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D