সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা রমজান আলী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বগলাকাড়া গ্রামের বাসিন্দা শাহান উদ্দিন, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি আকরামিন মিয়া,মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি রৌহা গ্রামের বাসিন্দা খোকন মিয়া, জগন্নাথপুর পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেশবপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান তেরা মিয়া, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নোয়াগাঁও গ্রামের বাসিন্দা জানে আলম।
মঙ্গলবার জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার জানান, সুনামগঞ্জে জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় যৌথবাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D