ছাতকে রাজনৈতিক মামলার আসামীসহ ৯জন গ্রে ফতার

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ছাতকে রাজনৈতিক মামলার আসামীসহ ৯জন গ্রে ফতার

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন, ওয়ারেন্ট ভুক্ত ৬ জন, নিয়মিত মামলায় ১ জন এবং মাদকদ্রব্য আইনের মামলায় ১ জনসহ সর্বমোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় সোমবার রাতে এসআই মোঃ আব্দুস ছাত্তারের নেতৃত্বে এসআই মোঃ সিকন্দর আলী, এসআই মোঃ গোলাম সারোয়ার, এসআই মোঃ সাদেক, এএসআই মোঃ তাইজ উদ্দিন, এএসআই মোঃ মাসুদ মিয়া, এএসআই মোঃ তোলা মিয়া, এএসআই শওকত আলীসহ অভিযান চালিয়ে থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। ছাতক থানার মামলা নং-১৫ (০২)২৫’র তদন্ত প্রাপ্ত আসামী মোঃ জানে আলম (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি ১নং ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও গনেশপুর নোয়াগাও গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র। এদিকে ননজিআর-১২৮/২৪ (ছাতক) মামলায় পরোয়ানা ভূক্ত আসামী নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও সমর আলী (৬০), আব্দুল্লাহ (৫৮), তনছর আলী (৫৩), নুরুজ্জাজ্জামান লাকী (৩৩), আব্দুল গফুর (৪৮), আব্দুল কাদিরকে (৪২) গ্রেফতার করা হয়। ছাতক থানার মামলা নং-১৪(০২)২৫ এর পলাতক আসামী চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের রহমত আলীর পুত্র রাসেল মিয়া (৩২), ছাতক থানার মামলা নং-১৬(০২)২৫’র আসামী জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামের মৃত তাহির আলীর পুত্র আব্দুস সালামকে (৫৩) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও এসআই মোঃ সিকন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV