মধ্যনগরে কিশোর গ্রে*ফতার

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মধ্যনগরে কিশোর গ্রে*ফতার

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে আইনের সাথে সংঘাতে জড়িত একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে ।

জেলার মধ্যনগর থানার এএসআই(নিঃ)/ মোঃ আব্দুর রউফ, ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালেজিআর-০৯/২৪মধ্যনগর ধারা-THE SPECIAL POWER ACT-1974 -25B(1)(b)(2)/25D,এর ওয়ারেন্ট ভূক্ত আইনের সাথে জড়িত কিশোর হোসেনপুর গ্রামের মোঃশামছুউদ্দীনের ছেলে আবু সাঈদ (১৪)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান নিশ্চিতের মাধ্যমে জানান আটককৃত মোঃ আবু সাঈদ (১৪) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ বিচারক শিশু আদালত সুনামগঞ্জে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV