সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষক-কিষাণীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশরিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার ১০ ফেব্রুয়ারি উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কিষাণীগন অংশগ্রহণ করেন। সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষক-কিষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও সংশ্লিষ্ট কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা ইকবাল আজাদ বলেন, কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। ছাতক উপজেলার মাটি হচ্ছে ধান ও রবিশস্য উৎপাদনের জন্য উত্তম এলাকা। দেশের খাদ্য চাহিদা পুরনে অন্যান্য এলাকার ন্যায় অগ্রনী ভূমিকা রাখছেন এই এলাকার কৃষকগন। ধান উৎপাদনের পাশাপাশি এখানে বেড়েছে গম, আলু, পিয়াজ, ভুট্টা, ডাল, শাক-সবজি উৎপাদন। প্রশিক্ষণ শেষে কৃষক-কিষাণীদের হাতে সনদ তুলে দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D