সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মাতৃ স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকার প্রতিনিধি ও সামাজিক উন্নয়ন কাজে সম্পৃক্ত ব্যাক্তি বর্গের ভূমিকা বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য কেন্দ্রের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাইন ডাইরেক্টর এমএনসি এন্ড এ এইচ ডা. মোঃ আব্দুল্লাহ আল মুরাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরীফি, প্রোগ্রাম ম্যানেজার ডা. মোয়াজ্জেম হোসেন সরকার, ডিপিএম মনিটরিং ম্যাটার্নেল হেলথ ডা. সেলিনা আক্তার, কান্ট্রি ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এএসএম রফিকুল ইসলাম ও ডা. মোঃ সামছুল হক। বক্তব্য রাখেন, ছাতক প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় আলোচকবৃন্দ নিরাপদ সন্তান প্রসব এবং গর্ভবতি মা”র প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সময়ে তাদের স্বাস্থ্য রক্ষা এবং নবাগত শিশুর পরিচর্যা, তাদের খাদ্য সম্পর্কে গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন ইউনিনের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,ঈমাম,হাসপাতালের ষ্টাফ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D